০৬ জানুয়ারি ২০২৪ শনিবার, ০২:০২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
কয়েক মাস আগেই বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে দুদিন আটকা পড়ে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর নিজ দেশ থেকে বিমান এনে যান্ত্রিক ত্রুটি মেরামতের পরই ভারত ছাড়তে পেরেছিলেন তিনি। এবারও একই ঘটনার শিকার হয়েছেন ট্রুডো। তবে ভারতে নয়, ঘটনা ঘটেছে ক্যারিবীয় দেশ জ্যামাইকায়।
শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত ২৬ ডিসেম্বর ছুটি কাটাতে সপরিবারে জ্যামাইকা যান ট্রুডো। সেখানে ৯ দিন অবস্থান করে ৪ জানুয়ারি দেশে ফেরেন।
কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, কানাডিয়ান বিমানবাহিনীর দুটি সিসি-১৪৪ বিমান প্রধানমন্ত্রীর সহায়তায় জ্যামাইকায় ছুটে যায়। ট্রুডোর দেশে ফেরার আগে মঙ্গলবার যান্ত্রিক ত্রুটি মেরামত করে ফেলে তারা। ফলে তিনি মূল বিমানে করেই দেশে ফিরেছেন।
এর আগে গত সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন থেকে দেশে ফেরার সময়ে ট্রুডোর বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়া। ফলে তাকে টানা ৪৮ ঘণ্টা হোটেলে আটকা থাকতে হয়। দুদিন পর কানাডা থেকে বিমানে করে একটি বিশেষজ্ঞ দল তার বিমানের ত্রুটি মেরামত করে। এরপরই নিজ দেশে ফেরেন কানাডার প্রধানমন্ত্রী।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।