facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

বিল গেটসের ভুল ধারণা: ইন্টারনেটের বিপ্লব বুঝতে দেরি হয়েছিল!


১৭ নভেম্বর ২০২৪ রবিবার, ১০:২৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিল গেটসের ভুল ধারণা: ইন্টারনেটের বিপ্লব বুঝতে দেরি হয়েছিল!

এক সময়ের প্রযুক্তি বিশ্বের ‘মুকুটবিহীন সম্রাট’ বিল গেটস ইন্টারনেটের সম্ভাবনা নিয়ে ভুল করেছিলেন—এ কথা শুনে অবাক লাগতে পারে। ১৯৯০-এর দশকে যখন মাইক্রোসফট অফিস আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে তিনি শীর্ষে, তখন ইন্টারনেটের ভবিষ্যৎ সম্পর্কে তাঁর ধারণা ছিল সন্দেহপূর্ণ।

১৯৯৫ সালে প্রকাশিত গেটসের বই *দ্য রোড অ্যাহেড*-এ তিনি ইন্টারনেটের ব্যাপক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তাঁর মতে, আলোচিত ও কার্যকর অ্যাপ্লিকেশন না থাকায় ইন্টারনেট সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হবে না। অথচ সেই সময়েই, মাত্র দুই বছর পর, ১৯৯৭ সালে ইন্টারনেটের বিপ্লব এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ১০ লাখতম ওয়েবসাইটের নাম নিবন্ধিত হয়।

তবে বিল গেটস তাঁর ভুল স্বীকার করেছিলেন। ১৯৯৭ সালে মাইক্রোসফট ওয়েবটিভি নেটওয়ার্ক অধিগ্রহণের মাধ্যমে ইন্টারনেট বিপ্লবে অংশ নেয়, আর গেটস তাঁর বইয়ের সংশোধিত সংস্করণে ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তী সময়ে, ১৯৯৯ সালে গেটসের লেখা *বিজনেস @ দ্য স্পিড অব থট* বইতে তিনি অসাধারণভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রযুক্তি ও সেবার সম্ভাবনার। তাঁর এই পূর্বাভাসগুলো আজ বাস্তবে রূপ নিয়েছে।

শিক্ষণীয় দিক

বিল গেটসের ইন্টারনেট বিষয়ে শুরুর ভুল প্রমাণ করে, ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা বুঝতে সময় লাগলেও তা মানিয়ে নেওয়া এবং নিজেকে পরিবর্তন করাই সাফল্যের মূল চাবিকাঠি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ