facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

‘বিশেষ ধার’ – ইসলামী, ন্যাশনাল ও এবি ব্যাংক পেল ১২,৫০০ কোটি টাকা


০১ জানুয়ারি ২০২৫ বুধবার, ১০:৫৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


‘বিশেষ ধার’ – ইসলামী, ন্যাশনাল ও এবি ব্যাংক পেল ১২,৫০০ কোটি টাকা

বিদায়ী বছরের শেষ দিনে আর্থিক হিসাব সুন্দর দেখাতে বাংলাদেশ ব্যাংক থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা ধার পেয়েছে তিনটি বেসরকারি ব্যাংক—ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। এই অর্থ দিয়ে তারা তাদের চলতি হিসাবের ঘাটতি পূরণ করেছে।

ব্যাংকগুলোর সংকট:

ইসলামী ব্যাংক পেয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৬ হাজার কোটি, আর এবি ব্যাংক ১ হাজার কোটি টাকা। এর বাইরে এবি ব্যাংক আরও ২০০ কোটি টাকা পেয়েছে দৈনন্দিন তারল্য সংকট মেটাতে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ধার নেওয়ার বিপরীতে ব্যাংকগুলোকে ১১.৫ শতাংশ হারে সুদ দিতে হবে। ধার দেওয়া অর্থ আজ বুধবার ফেরত নেওয়া হবে বলে জানা গেছে।

অনিয়মের ইতিহাস:

গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই তিন ব্যাংক বড় ধরনের তারল্যসংকটে পড়েছে।

  • ইসলামী ব্যাংক: এস আলম গ্রুপের মালিকানায় থাকা এই ব্যাংক থেকে প্রায় ৭৩ হাজার কোটি টাকা অনিয়মের মাধ্যমে বেরিয়ে গেছে, যা ব্যাংকের মোট ঋণের প্রায় ৫০ শতাংশ।
  • ন্যাশনাল ব্যাংক: সিকদার গ্রুপ ও অন্যান্য গ্রাহকরা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে খেলাপি হয়ে গেছে।
  • এবি ব্যাংক: দীর্ঘদিন ধরে অনিয়মে জড়িত। এর অন্যতম উদ্যোক্তা বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের পরিবারের নিয়ন্ত্রণে ব্যাংকটি ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান:

ঋণ অনিয়মের কারণে ব্যাংক তিনটি নগদ জমার হার (সিআরআর) ও বিধিবদ্ধ জমার হার (এসএলআর) রক্ষা করতে পারছে না। তাদের কাছে ট্রেজারি বিল বা বন্ড বন্ধক রাখার মতো সম্পদও নেই।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়ে বছরের শেষ দিনে ব্যাংকগুলোর চলতি হিসাব উদ্বৃত্ত দেখাতে অর্থ সরবরাহ করেছে।

প্রাসঙ্গিক বিশ্লেষণ:

বিশেষ ধার দিয়ে আর্থিক হিসাব সাময়িকভাবে ভালো দেখানো হলেও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে ব্যাংকগুলোর অনিয়ম দূর করা জরুরি। অন্যথায়, এ ধরনের সঙ্কট বারবার ফিরে আসার আশঙ্কা রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ