facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪

Walton

বিশ্বকাপের পুরস্কার অর্থ পাননি ৫ দেশের ক্রিকেটার


১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১২:৫৫  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিশ্বকাপের পুরস্কার অর্থ পাননি ৫ দেশের ক্রিকেটার

চার মাসের বেশি হতে চলল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। অথচ একাধিক দেশের ক্রিকেটাররা এখনও তাদের পুরস্কারের অর্থ হাতে পাননি। এমনই অভিযোগ ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ)। পেশাদার ক্রিকেটারদের বিশ্ব সংস্থা পুরো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

অভিযোগ উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচটি দেশের ক্রিকেট বোর্ড টি-টুর্নামেন্টের পুরস্কারের অর্থ দেয়নি ক্রিকেটারদের। যেখানে আরও কয়েকটি দেশের বোর্ড আবার আর্থিক পুরস্কারের আংশিক অংশ দিয়েছে ক্রিকেটারদের। অথচ পুরো অর্থই ক্রিকেটারদের মধ্যে ভাগ হওয়ার কথা। পুরস্কারের অর্থ ঠিক মতো না পাওয়া ক্রিকেটারেরা অভিযোগ জানিয়েছেন ডব্লিউসিএকে। ক্রিকেট বোর্ডগুলির এমন ভূমিকায় অসন্তুষ্ট ডব্লিউসিএ।

ডব্লিউসিএর চিফ এক্সিকিউটিভ টম মোফাট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, কয়েকটি বোর্ড ক্রিকেটারদের এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের আর্থিক পুরস্কারের সম্পূর্ণ বা আংশিক দেয়নি। আবেদন করে কোনো কোনো দেশের খেলোয়াড়দের হুমকির মুখেও পড়তে হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘কয়েকটি দেশের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। তারা এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কারের অর্থ ক্রিকেটারদের দেয়নি। এটা ক্রিকেটারদের প্রাপ্য। আন্তর্জাতিক ক্রিকেটারদের আয় বৃদ্ধির ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেষ্টা করছে। তার সুফল ক্রিকেটারদের পাওয়া উচিত। আশা করি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইসিসি সংশ্লিষ্ট বোর্ডগুলির বিরুদ্ধে পদক্ষেপ করবে।’

এদিকে কোন কোন দেশ ক্রিকেটারদের পুরস্কার মূল্য যথাযথ ভাবে বিতরণ করেনি, তা জানাতে চাননি মোফাট। তার আশা, ক্রিকেটের ভবিষ্যত সুরক্ষিত করতে বোর্ডগুলি উদ্যোগী হবে। সংশ্লিষ্ট দেশের ক্রিকেট কর্তাদের চিঠি দিয়ে তারা সমস্যার সমাধানের আবেদন করবেন বলেও জানিয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: