facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

বিশ্বকাপে অংশ নিতে গেলো টাইগাররা


১৬ মে ২০২৪ বৃহস্পতিবার, ০৯:৪৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বিশ্বকাপে অংশ নিতে গেলো টাইগাররা

বিশ্বকাপে খেলার জন্য টাইগাররা যাত্রা করেছেন। বুধবার (১৫ মে) দিবাগত রাতে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির এ বৃহৎ আসরে অংশ নেয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে সিরিজের ম্যাচগুলো আয়োজিত হবে।

এদিকে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষ হবে বাংলাদেশের।

বাংলাদেশ টিমের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক শান্ত জানিয়েছেন– এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হওয়া টাইগারদের প্রাথমিক লক্ষ্য।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ