facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

বিশ্বজুড়ে ধনীদের সম্পদ বেড়েছে ৭৭ শতাংশ, শীর্ষে ইলন মাস্ক


৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার, ১২:২৫  পিএম

শেয়ার বিজনেস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিশ্বজুড়ে ধনীদের সম্পদ বেড়েছে ৭৭ শতাংশ, শীর্ষে ইলন মাস্ক

বিশ্বজুড়ে বিলিয়নিয়ার ব্যবসায়ীদের সম্পদ ৭৭ শতাংশ বেড়েছে। আর শীর্ষ ধনীর তালিকায় আবারও প্রথম স্থানে উঠে এসেছেন ইলন মাস্ক। বিখ্যাত মার্কিন সাময়িকি ফোর্বসের বছর শেষে বিশ্বের ধনীদের তালিকা প্রকাশে উঠে আসে এই তথ্য।

এতে বলা হয়, এই বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ৯২ বিলিয়ন ডলার। তার মোট সম্পদ ২২৯ বিলিয়ন ডলার। ধনীদের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ফরাসী ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তার মোট সম্পদের পরিমাণ ১৭৯ বিলিয়ন ডলার।

তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। তার মোট সম্পত্তি মূল্য ১৭৭ বিলিয়ন ডলার। চতুর্থ জায়গা দখল করেছেন মাইক্রোসফটের বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ১৪১ বিলিয়ন ডলার। মেটার প্রধান জাকারবার্গের অবস্থান ষষ্ঠ। তার সর্বমোট সম্পত্তি মূল্য ১২৮ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে এমনটিই দেখা গেছে। যার প্রতিবেদনে জানানো হয়, তালিকায় থাকা বিলিয়নিয়ারদেরমধ্যে ২৩ শতাংশের সম্পদ এই বছর কমেছে।সবমিলিয়ে বিশ্বের মোট ৫০০ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ