facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

বিশ্ববাজারে স্বর্ণের ঝড়: রেকর্ড দামে ঊর্ধ্বমুখী প্রবণতা


২১ এপ্রিল ২০২৫ সোমবার, ১২:০৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিশ্ববাজারে স্বর্ণের ঝড়: রেকর্ড দামে ঊর্ধ্বমুখী প্রবণতা

 

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক উত্তেজনা এবং resulting অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। ডলারের মান পতনের কারণে নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় এই উত্থান ঘটেছে।

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৩ দশমিক ৮৭ ডলারে, যা সেশনের শুরুতে রেকর্ড ৩ হাজার ৩৮৪ ডলার ছুঁয়েছিল। অন্যদিকে, ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের লেনদেন হয়েছে ৩ হাজার ৩৯৬ দশমিক ১০ ডলারে, যেখানে দাম বেড়েছে ২ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং ডলারের দুর্বলতা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে। আইজি মার্কেটসের কৌশল বিশ্লেষক ইয়াপ জুন রং জানান, বাজার এখন যুক্তরাষ্ট্রের ট্যারিফ উত্তেজনা এবং সম্ভাব্য মন্দার আশঙ্কাকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক ঝুঁকির মূল্যায়ন করছে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর টেকসই স্বর্ণ ক্রয়ও দামের ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখতে সহায়তা করছে। তিনি আরও জানান, স্বর্ণের পরবর্তী লক্ষ্য হতে পারে ৩ হাজার ৫০০ ডলার, যদিও স্বল্পমেয়াদে বাজারে অতিরিক্ত বিনিয়োগের চাপ লক্ষ করা যাচ্ছে এবং প্রযুক্তিগত সূচকগুলোও অতিরিক্ত দামের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্ববাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ