facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল


০৭ জানুয়ারি ২০২৪ রবিবার, ১১:৫৮  এএম

শেয়ার বিজনেস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এ নিয়ে গত ৪ সপ্তাহের মধ্যে প্রথম নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমল। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত শুক্রবার (৫ জানুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৪৪ ডলার ২১ সেন্টে। সবমিলিয়ে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দর হ্রাস পেয়েছে ১ শতাংশেরও বেশি।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিষ্পত্তি হয়েছে ২০৪৯ ডলার ৮০ সেন্টে। চলমান সপ্তাহেও বেঞ্চমার্কটি দর হারিয়েছে। এ নিয়ে সাপ্তাহিক হিসাবে বিগত ৪ সপ্তাহের মধ্যে প্রথমবার স্বর্ণের দাম কমলো।

ইউএস সরকারি তথ্যে দেখা গেছে, বিদায়ী ডিসেম্বরে মার্কিন মুলুকে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে ইনস্টিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্টে (আইএসএম) দাবি করেছে, আলোচ্য মাসে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার তুলনামূলক ধীর ছিল।

হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসার পরিচালক ডেভিড মেগের বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা প্রত্যাশার তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট। তবে আইএসএমের উপাত্ত প্রকাশের পর খুব বেশি অবনমন ঘটেনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ