১৬ জুলাই ২০১৮ সোমবার, ১০:৪৯ এএম
ডেস্ক রিপোর্ট
শীর্ষ ধনীর তালিকায় মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচক অনুযায়ী, শুক্রবার ফেসবুকের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বাড়ার ফলে সম্পদের মূল্য বিবেচনায় বাফেটকে টপকে যান তিনি।
দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায়, এখন জাকারবার্গের সামনে দুইজন রয়েছেন। তারা হলেন, আমাজন ডটকমের জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তারা তিনজনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং প্রত্যেকেই প্রযুক্তি খাতের সঙ্গে জড়িত।
৩৪ বছর বয়সী জাকারবার্গের বর্তমান সম্পদরে পরিমাণ ৮ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার, যা বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের চেয়ে ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বেশি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।