facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

বিশ্বের ধনী গ্রাম চীনের হুয়াক্সি


২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৮:৪২  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিশ্বের ধনী গ্রাম চীনের হুয়াক্সি

চীনের জিয়াংশু প্রদেশের অন্তর্গত হুয়াক্সি গ্রামে রয়েছে হেলিকপ্টার ট্যাক্সি, থিম পার্ক, বিলাসবহুল হাইরাইস বিল্ডিং, পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের হোটেল। চীনের অন্যতম সেরা পর্যটন স্থল হিসেবে বিবেচনা করা হয় হুয়াক্সিকে। শুধু তাই নয়, আরও একটি পরিচয়ও রয়েছে এর। বিশ্বের ধনীতম গ্রাম বলা হচ্ছে হুয়াক্সিকে।

হুয়াক্সি গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের অ্যাকাউন্টে রয়েছে এক মিলিয়ন ইউয়ানের বেশি অর্থ। চীনের একজন সাধারণ কৃষকের উপার্জনের ৪০ গুণ বেশি উপার্জন করেন এখানকার বাসিন্দারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, হুয়াক্সির বাসিন্দাদের বার্ষিক গড় আয় হল এক লাখ ২২ হাজার ৬০০ ইউয়ান। এখানকার প্রত্যেক বাসিন্দার রয়েছে নিজস্ব বাড়ি ও গাড়ি। জানা যায়, নতুন কোনো বাসিন্দা এলে, স্থানীয় প্রশাসনের তরফে তাদের বাড়ি ও গাড়ি দেওয়া হয়। তবে এখানে থাকার শর্ত একটাই, গ্রাম ছেড়ে চলে গেলে আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে প্রশাসন। সাংহাই শহর থেকে মাত্র দুই ঘণ্টায় পৌঁছানো যায় এই গ্রামে। বাহন হিসেবে ব্যবহার করতে হবে গ্রামের নিজস্ব হেলিকপ্টার!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ