
দশম অবস্থানে আছে বারবারি লোগো গ্রাফিক কাশ্মীরি স্কার্ফ। দাম ১ হাজার ৫০ ডলার বা ১ লাখ ৭ হাজার টাকা।ছবি: সংগৃহীত
২ / ১০

হারমেসের জায়ান্ট স্কার্ফ আছে নবম অবস্থানে। ১ হাজার ৩৭২ ডলার বা ১ লাখ ৬৬ হাজার টাকা।ছবি: সংগৃহীত
৩ / ১০
ফেন্দির ব্রাউন মিঙ্ক কলার স্কার্ফ বিশ্বের সবচেয়ে দামি স্কার্ফের তালিকায় অষ্টম। দাম ২ হাজার ৩৯০ ডলার বা ২ লাখ ৯০ হাজার টাকা।ছবি: সংগৃহীত
৪ / ১০

হারমেসের সিল্ক কাশ্মীরি স্কার্ফটির অবস্থান সাতে। ২ হাজার ৪৭১ ডলার বা ৩ লাখ টাকা।ছবি: সংগৃহীত
৫ / ১০

ফেন্দির টু টোন মিঙ্ক অ্যান্ড নিট স্কার্ফটির অবস্থান ছয়ে। দাম ৩ হাজার ৮৯০ ডলার বা ৪ লাখ ৭১ হাজার টাকা।ছবি: সংগৃহীত

হারমেসের জেব্রা-পেগাসাস প্রিন্ট স্কার্ফ আছে পঞ্চম অবস্থানে। ৫ হাজার ২০০ ডলার বা ৬ লাখ ৩০ হাজার টাকা।ছবি: সংগৃহীত

সবচেয়ে দামি স্কার্ফের তালিকার চতুর্থ অবস্থানটি হারমেসের সুইট রিভারসেবল স্কার্ফের। ৬ হাজার ৭৫০ ডলার বা ৮ লাখ ১৮ হাজার টাকা।ছবি: সংগৃহীত

তৃতীয় অবস্থানে আছে হারমেসের সিল্ক অ্যান্ড বেড অ্যামব্রয়েডার্ড স্কার্ফ। ৭ হাজার ৮০০ ডলার বা ৯ লাখ ১০ হাজার টাকা।ছবি: সংগৃহীত
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি স্কার্ফের নাম ফেন্দি হোয়াইট ফক্স ফার স্টোল। ১০ হাজার ২০০ ডলার বা ১২ লাখ ৩৬ হাজার টাকা।ছবি: সংগৃহীত

অঁরি মাতিসসে এক্স জিকা অ্যাশার স্কার্ফ। এটিই বিশ্বের সবচেয়ে দামি স্কার্ফ। ১৯৪৬ সালে বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী অঁরি মাতিসসে ও চেক রিপাবলিকের বস্ত্র ব্যাবসীয়, চিত্রশিল্পী ও ডিজাইনার জিকা অ্যাশার স্কার্ফটি তৈরি করেন অ্যাশার স্টুডিওতে। ২০১১ সালে লন্ডনের নিলামে ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা ৫৮ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হয় সেটি।ছবি: সংগৃহীত
সূত্র: দ্য রিচেস্ট