০৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১০:০৬ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ইজতেমার ময়দানে ইতোমধ্যেই প্রবেশ করতে শুরু করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সদরঘাট বাস স্ট্যান্ডে মুসল্লিদের ভিড় লক্ষ করা গেছে। সদরঘাট থেকে উত্তরাগামী বাসে ইজতেমা ময়দানে যাচ্ছেন মুসল্লিরা।
সরেজমিনে দেখা গেছে, উত্তরাগামী বাসের সংকট। অনেক মুসল্লিরাই হেঁটে রওনা হয়েছেন গুলিস্তানের উদ্দেশে। কেউ কেউ অন্য বাসে করে যাচ্ছেন গুলিস্তান। সেখান থেকে মেট্রোরেল অথবা বাসে চড়ে ইজতেমা ময়দানে যাবেন।
এর আগে মঙ্গলবার বিকেলে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি গাজীপুর জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেয়। পরে জেলা প্রশাসক দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়।
ইজতেমা ময়দানের নিরাপত্তার বিষয়ে শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং করেন জিএমপি কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ‘ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।’
আগামীকাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব অর্থাৎ বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।