facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

বিয়ের শাড়ির দুনিয়া: কম দামে কিনুন সব আয়োজনের শাড়ি


২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০২:৪৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিয়ের শাড়ির দুনিয়া: কম দামে কিনুন সব আয়োজনের শাড়ি

বিয়ে মানেই আনন্দ-উৎসব আর একের পর এক অনুষ্ঠানের ধারা। আর সেই সঙ্গে থাকে শাড়ি কেনার বড় প্রস্তুতি। ধানমন্ডির হকার্স মার্কেট হতে পারে এই প্রস্তুতির কেন্দ্রবিন্দু, যেখানে এক জায়গায় পাবেন বিয়ের সব ধরনের শাড়ি।

ঢাকা কলেজের বিপরীতে গাউছিয়া মার্কেটের সন্নিকটে অবস্থিত ধানমন্ডি হকার্স মার্কেটের প্রতিটি দোকানে মিলবে রঙিন, নান্দনিক আর বৈচিত্র্যময় শাড়ি। গায়েহলুদ, মেহেদি থেকে শুরু করে বিয়ে ও বউভাত—সব আয়োজনের জন্য এখানে পাওয়া যাচ্ছে বেনারসি, জামদানি, কাতান, সিল্ক, টিস্যু, বালুচরি, কাঞ্জিভরম, শিফনসহ নানা ধরণের শাড়ি। লেহেঙ্গারও রয়েছে বিস্তৃত সম্ভার।

কম বাজেটে দারুণ শাড়ি

এই বাজারের বিশেষত্ব হলো, এখানে শাড়ির দাম শুরু মাত্র ২৫০ টাকা থেকে। বিয়ের বেনারসি পাওয়া যাবে ৫ হাজার থেকে লাখ টাকার মধ্যে। জামদানির মূল্য নির্ধারণ হয় সুতার কাউন্ট অনুযায়ী, যা শুরু হয় ৭ হাজার টাকা থেকে। শাড়িগুলোর পাশাপাশি ঝলমলে চুমকি বা কারচুপির কাজ করা জর্জেট, অরগাঞ্জা, মসলিনও পাওয়া যায় ৬ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে।

সব রঙের শাড়ি, সব অনুষ্ঠানের জন্য

গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠানের জন্য সুতি, মণিপুরি বা কোটা শাড়ি রয়েছে ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। আর কাঞ্জিভরম, শিফন, সিল্কের শাড়ি ১ হাজার ২০০ থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে মিলবে। যারা লেহেঙ্গা পছন্দ করেন, তাদের জন্যও এখানে রয়েছে ৩ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে নানা ডিজাইনের লেহেঙ্গা।

দরদামে চমক

এই বাজারে দরদামের সুযোগ রয়েছে প্রতিটি দোকানেই। বিক্রেতারা জানান, ক্রেতারা শাড়ির ছবি দেখিয়ে সেটি মিলিয়ে নিতে পারেন। তবে দরদামের কৌশল না জানলে ঠকে যাওয়ার আশঙ্কা থাকেই।

কেনাকাটার সময়সূচি

সাপ্তাহিক ছুটি মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এই মার্কেট। ব্যাংক কর্মী নাজনীন সুলতানার মতো অনেকেই এখানে পুরো পরিবারের জন্য একসঙ্গে বিয়ের শপিং সেরে নিচ্ছেন।

ধানমন্ডি হকার্স মার্কেট আপনার বিয়ের কেনাকাটার দুশ্চিন্তা দূর করতে পারে। বাজেট, পছন্দ আর স্টাইলের সমন্বয়ে এখানেই মিলবে আপনার স্বপ্নের শাড়ি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: