facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

বীজ বোর্ডের অনুমোদন পেল নতুন আরো দুই জাতের ধান


১০ জানুয়ারি ২০২৪ বুধবার, ০৪:৪৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বীজ বোর্ডের অনুমোদন পেল নতুন আরো দুই জাতের ধান

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন দুই জাতের উচ্চ ফলনশীল ধানের অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। নতুন জাতের এ ধানের পুষ্টিগুণ ও ফলন অন্যান্য জাতের তুলনায় বেশি। নতুন এ জাতের ধান চাষাবাদে কৃষক আগ্রহী হবেন বলে আশা সংশ্লিষ্টদের। পাশাপাশি দেশে ধানের সার্বিক উৎপাদন বাড়াতেও মুখ্য ভূমিকা রাখবে।

সম্প্রতি জাতীয় বীজ বোর্ডের ১১১তম সভায় ব্রি-১০৭ ও জিরা টাইপ জাত ব্রি-১০৮ ধানের জাতগুলো অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫টি। ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান মো. রাসেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন উদ্ভাবিত জাত ব্রি-১০৭ প্রিমিয়াম কোয়ালিটিসম্পন্ন উচ্চ ফলনশীল বালাম জাতের বোরো ধান। এ জাতটি ২০১৫ সালে সংগ্রহ করে বিশুদ্ধ লাইন বাছাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়। ব্রির গবেষণা মাঠে নির্বাচিত কৌলিক সারিটি তিন বছর সফল ফলন পরীক্ষণের পর ২০১৯ সালে গবেষণা মাঠে ও ২০২০ সালে বাংলাদেশের বিভিন্ন কৃষি অঞ্চলে কৃষকের মাঠে পরীক্ষা করা হয়।

মো. রাসেল রানা জানান, ব্রি-১০৭ ধানে প্রতি হেক্টরে গড় ফলন হবে ৮ দশমিক ১৯ টন। তবে অনুকূল পরিবেশে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ৯ দশমিক ৫৭ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এ ধানের চালে অ্যামাইলোজ ও প্রোটিনের পরিমাণ যথাক্রমে ২৯ দশমিক ১ ও ১০ দশমিক ০২ শতাংশ।

এছাড়া ব্রি-১০৮ জাতটি বোরো মৌসুমে সারা দেশে চাষের জন্য অনুমোদন দেয়া হয়েছে। জাতটি গ্রেইন টাইপ জিরা ধানের মতো। প্রতিটি ছড়ায় বেশিসংখ্যক ধান (২৫০-২৭০টি) ঘনভাবে সন্নিবেশিত। এনএটিপি প্রকল্পের আওতায় ব্রি ও এর আঞ্চলিক কার্যালয়গুলোর গবেষণা মাঠে এবং দেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা নিরীক্ষা শেষে জাতীয় বীজ বোর্ড ব্রি-১০৮ ধানটি চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: