০৫ জুন ২০২৪ বুধবার, ১১:০৭ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নেমেছিল ইংল্যান্ড। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল প্রতিবেশি স্কটল্যান্ড। সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে এর আগে কখনোই ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে না জেতার রেকর্ডটি ভাঙার সম্ভাবনা ছিল জস বাটলারদের সামনে। তবে এ যাত্রায় বাঁধা হয়েছে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে দুই দলের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভগি করায় কপাল পুড়েছে ইংলিশদের।
বার্বাডোসে বৃষ্টির কারণে খেলা শুরু হয়ে নির্ধারিত সময়ের ৫৫ মিনিট পরে। ১০ ওভারে নেমে আসা ম্যাচটিতে এরপর ব্যাট করতে নেমে অবশ্য দুর্দান্ত সংগ্রহপেয়েছিল স্কটল্যান্ড। তবে জোফরা আর্চার আর মার্ক উডের বোলিংয়ে ইংলিশদের শুরুটা হয়েছিল আঁটসাঁটই।
কিন্তু ৬০২ ওভার পরে আবার বৃষ্টি নামায় ম্যাচ নেমে আসে ১০ ওভারে। ফলে প্রতি বোলার বোলিং কোটা নেমে আসে ২ ওভার যা আগেই পুড়ণ করে ফেলেছিলেন আর্চার ও উড। এরপর ইংলিশদের হয়ে বল করেন আদিল রশিদ ও ক্রিস জর্ডান। এ দুজনের বলেই সংগ্রহটা বাড়িয়ে নেয় স্কটল্যান্ড।
ইংলিশ বোলারদের বিপক্ষে আগ্রাসি ক্রিকেট খেলেছে দুই স্কটিশ ওপেনার। দশ ওভারেই দুজন স্কোরবোর্ডে তুলেন ৯০ রান। ৩১ বলে ৪১ রান করেছিলেন জর্জ মুনশি, মাইকেল জোন্স করেছিলেন ৩০ বলে ৪৫ রান। তবে এরপরই আবার নামে বৃষ্টি। ফলে আর লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামতে পারেনি ইংলিশরা।
এদিকে স্কটল্যান্ড ১০ ওভারে ৯০ রান করায় বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য হয়েছিল ১০৯ রান। ফলে এ রান তাড়া করে জেতা ইংলিশদের জন্য খুব একটা সহজ হত না।
এদিকে বিশ্বকাপের সুপার এইটে ওঠতে হলে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে হবে যে কোনো দলকে। স্কটল্যান্ডকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল বাটলারদের সামনে। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি বৃষ্টির বাঁধায়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।