১৫ এপ্রিল ২০২৪ সোমবার, ১০:৫৯ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষে উপলক্ষে বেনাপোল -পেট্রোপোল স্থল বন্দর দিয়ে টানা ৫ দিন ছুটির পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে এ আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়।
তবে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরলেও কাজ হচ্ছে ঢিলেঢালাভাবে। অধিকাংশ অফিস খুলছে দেরিতে। বেনাপোল স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক রাসেদুল সজিব জানান, টানা ৫ দিন পর বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে। বন্দর ও কাস্টমস খুলেছে।
তিনি বলেন, টানা কয়েকদিনের ছুটির ক্ষতি পুষিয়ে নিতে বন্দরে রাত-দিন কাজ করা হবে। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু সদ্দার বলেন, সোমবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। বিকেল থেকে কাজের গতি বাড়বে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানিয়েছেন, আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।