facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

বেরিয়ে আসছে ব্যাংকগুলোর আসল চিত্র


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১১:০৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বেরিয়ে আসছে ব্যাংকগুলোর আসল চিত্র

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানা গেছে, দেশের ৬১টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের ৭০.৫৮ শতাংশই রয়েছে মাত্র ১০টি ব্যাংকে। প্রতিবেদনে এই ব্যাংকগুলোর নাম প্রকাশ করা হয়নি। তবে, এসব ব্যাংকের শীর্ষ ঋণগ্রহীতাদের খেলাপি হলে ২৯টি ব্যাংক তাদের মূলধন সক্ষমতা (সিআরএআর) বজায় রাখতে ব্যর্থ হবে।

২০২৪ সালের জুন পর্যন্ত, শীর্ষ পাঁচ ব্যাংকে ৫৪% খেলাপি ঋণ ছিল। এই পরিস্থিতি সামগ্রিক ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, খেলাপি ঋণের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিশেষত ২০২৫ সালের জুন মাসে আসল চিত্র প্রকাশিত হলে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খেলাপি ঋণের মধ্যে খারাপ ও মন্দ ঋণ ৭৯.৪২ শতাংশ, যা সর্বোচ্চ ঝুঁকি সৃষ্টি করছে। ২০২৪ সালের জুনে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২.১১ লাখ কোটি টাকা, যা এখন বেড়ে ২.৮৫ লাখ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া, ১০টি ব্যাংকের সম্মিলিত প্রভিশন ঘাটতি ৩১,৫৪৯ কোটি টাকা পৌঁছেছে। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ