০১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৭:৫৮ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির আবেদন আগামী ১২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে।
বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া নিয়ে সোমবার সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আবেদনকারীদের মধ্য থেকে মেধাতালিকা আগামী ২৮ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১০ নভেম্বর প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।