০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১১:৫১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
অর্থনৈতিক বৈষম্য ও আয়বৈষম্যকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, এই সমস্যা সমাধানে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই, অথচ এই ক্ষেত্রটিতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে তিনি এসব কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, "বৈষম্য দূরীকরণে মানসম্পন্ন শিক্ষা একটি প্রধান হাতিয়ার। অথচ আমাদের শিক্ষাব্যবস্থার মান এখনও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি।"
তিনি আরও উল্লেখ করেন, আয় ও অর্থনৈতিক সুযোগের অসমতা কমাতে সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি নীতি গ্রহণের পাশাপাশি, শিক্ষার গুণগত মানোন্নয়নই হতে পারে টেকসই সমাধান।
উল্লেখ্য, এবিসিডি সম্মেলনে দেশের অর্থনীতি, আয় বৈষম্য এবং উন্নয়নশীল বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।