facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

ব্যর্থতার গল্পে মিছে আত্মতৃপ্তি


২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:০৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ব্যর্থতার গল্পে মিছে আত্মতৃপ্তি

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে পা রাখা বাংলাদেশ দল শেষ পর্যন্ত ফিরছে এক সেঞ্চুরি ও এক পয়েন্টের হতাশা নিয়ে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো টুর্নামেন্টের একাংশ, কিন্তু বাংলাদেশের গল্প শেষ হলো একরকম শূন্য হাতেই।

ভারতের বিপক্ষে তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি আর পেসারদের কিছু ভালো মুহূর্ত ছাড়া পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ব্যাটিং ব্যর্থতায় ভুগে দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দল। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে, ভারতের কাছে ৬ উইকেটে হার। রান কম তোলার ফলে প্রতিপক্ষ দলগুলো জয়ের জন্য খুব বেশি কষ্টও করতে হয়নি। অথচ অধিনায়ক নাজমুল হোসেন বারবার বলছেন, "আমরা প্রতিপক্ষকে চাপে ফেলেছিলাম!"

প্রশ্ন থেকেই যায়—এই চাপে রাখার মিছে আত্মতৃপ্তির কী দরকার, যখন জয়ের জন্য লড়াইই করা যাচ্ছে না? শুধু অংশগ্রহণ করাই কি লক্ষ্য ছিল? চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে এসে একটা জয় ছাড়াই বিদায় নেওয়া আসলেই অপমানজনক।

বাংলাদেশ দলের সামর্থ্য অবশ্যই আছে, কিন্তু সেই সামর্থ্যকে কাজে লাগানোর মানসিকতা আর প্রস্তুতিই কি যথেষ্ট ছিল? নাকি সবই ছিল কথার ফুলঝুরি? মাহমুদউল্লাহ-মুশফিকের ভবিষ্যৎ নিয়ে এখন বিতর্ক চলবে, কিন্তু মূল প্রশ্নটা থেকে যাবে—বাংলাদেশ ক্রিকেট কি সত্যিই এগোচ্ছে, নাকি একই ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে?

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: