facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

ব্রাজিল-উরুগুয়ের লড়াইয়ে কেউ জেতেনি


২০ নভেম্বর ২০২৪ বুধবার, ১০:০৯  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ব্রাজিল-উরুগুয়ের লড়াইয়ে কেউ জেতেনি

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়ে সাবেক দুই বিশ্ব চ‍্যাম্পিয়নদের। বুধবার বাংলাদেশ সময় লাতিন আমেরিকার দুই পরাশক্তি লড়াইয়ে নামে। যেখানে দ্বিতীয়র্ধের শুরুতে ফেদে ভালভার্দের গোলে উরুগুয়ে এগিয়ে যায়। তবে ৭ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে গোল শোধ করেন গেরসন।

ম্যাচে সমতা থাকলেও মাঠের লড়াইয়ে ঘরের মাঠে বেশ এগিয়ে ছিল ব্রাজিল। প্রায় ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন‍্য ১৮টি শট নেয় দরিভাল জুনিয়রের দল। তাদের কেবল তিনটি শট ছিল লক্ষ‍্যে। কিন্তু স্বাগতিকদের চমকে দিয়ে ৫৫তম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন ভালভের্দে।

তবে ৭ মিনিট পর দূরপাল্লার শটেই দারুণ এক গোলে সমতা ফেরায় ব্রাজিল। রাফিনিয়ার ক্রস হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন রদ্রিগো বেন্তানকুর। সফল হননি তিনি, ডি বক্সের মাথায় পেয়ে জোরালে ভলিতে ঠিকানা খুঁজে নেন গেরসন।

লাতিন অঞ্চলে টানা দুই জয়ে ছন্দে ফেরার আভাস দেওয়া ব্রাজিল টানা দুই ড্রয়ে পিছিয়ে নেমে গেছে পাঁচে। ১২ ম‍্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। পাঁচ জয়ের সঙ্গে পাঁচ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে।

আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে চূড়ায় আছে। আর দুটি জয় পেলেই নিশ্চিত হতে পারে পরের বিশ্বকাপে তাদের খেলা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে একুয়েডর। দুটি দলেরই পয়েন্ট ১৯। শেষ চার ম‍্যাচের তিনটিতেই হারা কলম্বিয়া গোল পার্থক‍্যে পিছিয়ে নেমে গেছে চারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: