২৩ মার্চ ২০২৪ শনিবার, ০৫:০৮ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ গরুসহ ২ চোর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) ভোরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে গরুসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আনোয়ার (২০) সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মীর কাশেমের ছেলে ও একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. সুমন (২০)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, একটি চক্রবদ্ধ চোর দলের সদস্যরা সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে সুলতানপুর ইউনিয়নের পাশে নিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সেখানে অভিযান পরচালনা করে ২ গরু চোরকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে তাদের হেফাজতে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই জন এলাকার চিহ্নিত গরু চোর। দুপুরে আদালতের মাধ্যমে দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।