facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীনদের উৎসবমুখর অভ্যর্থনা!


০৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০১:১৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীনদের উৎসবমুখর অভ্যর্থনা!

স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ব্র্যাক ইউনিভার্সিটি এক জমকালো ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার তার অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের বিনয়ী, শ্রদ্ধাশীল এবং ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। তিনি বলেন, "দেশকে ভালোবাসতে হবে, নিজেকে চিনতে শিখতে হবে এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনন্য হয়ে উঠতে হবে।"

ওরিয়েন্টেশনে শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির গৌরবময় ইতিহাস ও প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের শিক্ষাদর্শন সম্পর্কে জানতে পারে। মানসম্মত শিক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিও এখানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, প্রক্টর ড. রুবানা আহমেদ, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর প্রফেসর শায়লা সুলতানা এবং অ্যালামনাই ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন।

বক্তারা ব্র্যাক ইউনিভার্সিটির অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্টুডেন্টস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও প্রাণবন্ত কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় দিনটি। ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের ক্ষমতায়নে, যাতে তারা দেশ-বিদেশে ইতিবাচক অবদান রাখতে পারে!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ