০৫ মার্চ ২০২৫ বুধবার, ১১:৩২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—বীচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সান লাইফ ইন্সুরেন্স এবং লাভেলো। এই পাঁচ কোম্পানির মোট লেনদেনের পরিমাণ ১৪ কোটি টাকারও বেশি।
এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারির শেয়ার, যার পরিমাণ ৮ কোটি ১২ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা এনআরবি ব্যাংকের লেনদেন হয়েছে ৩ কোটি ৭২ লাখ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক, যার মোট লেনদেন হয়েছে ৯০ লাখ টাকা। অন্যদিকে, সান লাইফ ইন্সুরেন্স ৫৫ লাখ টাকা এবং লাভেলো ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিশ্লেষকদের মতে, ব্লক মার্কেটে এই ধরনের বড় লেনদেন বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করতে পারে এবং বাজারের তারল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।