০৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১০:২২ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঠাকুরগাঁও সদর থানার পল্লী বিদ্যুৎ এলাকায় চালকলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ। তিনি বলেন, সকাল চালকলে বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি নিতহতদের নামপরিচয় জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন ওসি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।