facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

"ভাইয়ের পাঠানো রেমিট্যান্সে বোন জিতলো সোনার হার ও কানের দুল!"


০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১১:০১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


"প্রবাসী আয় ও মেগা পুরস্কার: ভাইয়ের পাঠানো রেমিট্যান্সে বোনের সোনার হার ও কানের দুল জেতার গল্প!"

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বীথি আক্তারের জীবন বদলে গেল এক লটারি জয়ে! তাঁর স্বামী ও চার ভাই প্রবাসী হওয়ায় তারা সব সময়ই তাঁর কাছে রেমিট্যান্স পাঠান। গত বছর, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) আয়োজিত রেমিট্যান্স উৎসবে তিনি সারা দেশের মধ্যে প্রথম হয়ে মেগা পুরস্কার হিসেবে সোনার হার ও কানের দুল জেতেন।

আজ (রোববার), ব্যাংকের বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি বাজার শাখায় এক আনন্দঘন অনুষ্ঠানে পুরস্কারটি বীথি আক্তারের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, তাঁর প্রবাসী ভাই জাকির হোসেনের পাঠানো ১ লাখ ৪৭ হাজার টাকার রেমিট্যান্সের বিপরীতে তিনি লটারির বিজয়ী হন। বীথি বলেন, "প্রথমে বিশ্বাস হয়নি, তবে পরে ব্যাংক থেকে ফোন পেয়ে নিশ্চিত হয়েছি।"

এছাড়াও, কৃষি ব্যাংকের ডিএমডি মো. আবদুর রহিম জানালেন, "১০ লাখ গ্রাহকের মধ্যে বীথি প্রথম হয়েছেন, এবং তিনি সোনার হার ও কানের দুল পুরস্কার হিসেবে পেয়েছেন।"

গত বছর ১৯ মে থেকে ১৫ জুন পর্যন্ত রেমিট্যান্স উৎসবের আয়োজনে ৪১টি পুরস্কারের বিজয়ী নির্বাচিত হন। বিকেবি সূত্রে জানা গেছে, ব্যাংকটি ২০২৩-২৪ অর্থবছরে ৭ হাজার ৭৮৫ কোটি ৭৩ লাখ টাকার রেমিট্যান্স সংগ্রহ করেছে, এবং ২০২৪ সালে ১ হাজার ৮১ মিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

নারী ও নারী উদ্যোক্তা -এর সর্বশেষ