০৮ মার্চ ২০২৪ শুক্রবার, ১০:০৭ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস উল্টে দুইজন নিহত ও ১০ জনআহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত ২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী বাবনাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার সাথিয়া উপজেলার পুনডুরিয়া এলাকার ইদ্রিসের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। আর একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি বাকিবিল্লাহ বলেন, বরগুনা থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেল পরিবহনের একটি বাসের চালক বাবনাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত ওs ১০ যাত্রী আহত হন। তিনি আরও জানান, একজনের পরিচয় মিলেছে। দুর্ঘটনা কবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।