২৭ আগস্ট ২০২৪ মঙ্গলবার, ১১:৫৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
রোমাঞ্চ ছড়ানো সেমিফাইনালে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতীয়দের ৪-৩ গোলে হারায় বাংলাদেশ।
সোমবার নেপালের কাঠমান্ডুতে এই সাফল্য পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা গোলরক্ষক মো. আসিফ। ভারতের প্রথম শটই ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। আরেক পাশে কোনো গোলই জালে জড়াতে ভুল করেনি বাংলাদেশ। প্রথম শট মিস করার পরের তিনটি শট জালে জড়ায় ভারত। ম্যাচে ফিরতে পঞ্চম শটে তাদের গোল করতেই হতো। তবে সেটি ঠেকিয়ে নায়ক বনে যান আসিফ।
কাঠমান্ডুতে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল। যদিও ভারতের আক্রমণই বেশি ছিল। তবে বল জালে জড়াতে পারছিল না ফিনিশিংয়ে অদক্ষতা থাকায়। এরই মধ্যে লিড নিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে সংঘবদ্ধ আক্রমণের পর আসাদুল মোল্লা মাথা ঠান্ডা রেখে বল জালে জড়ান। লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণ এলোমেলো হয়ে যায়। ৬৫ মিনিটের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে গোলরক্ষক বদলের পরপরই গোল খায় বাংলাদেশ। ৭২ মিনিটের মাথায় গোল করে সমতায় আসে ভারত। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময় না থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে সাফল্যের গল্প লেখেন বাংলাদেশের যুবারা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।