০৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৫:৪০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশের মিডিয়া সেন্সরশিপ নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকমের সাম্প্রতিক প্রতিবেদন মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
প্রেস উইংয়ের প্রকাশিত "সিএ প্রেস উইং ফ্যাক্টস" নামক বিবৃতিতে বলা হয়েছে, "কিছু ভারতীয় গণমাধ্যম ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এবারও তারা অন্তর্বর্তী সরকার সম্পর্কে এমন এক জঘন্য দাবি তুলেছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই।"
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস নাকি সংবাদ মাধ্যমের ওপর ভয়াবহ সেন্সরশিপ চালু করেছেন। তবে প্রেস উইং এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, "প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি, এমনকি এ বিষয়ে বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি। এটি স্রেফ গুজব ছড়ানোর একটি অপপ্রয়াস।"
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে নিশ্চিত হয়েছেন যে, তারা গণমাধ্যমের ওপর কোনো সেন্সরশিপ আরোপ করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।
এছাড়াও, বিবৃতিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় অধ্যাপক ইউনূসকে জানায় যে, তারা শুধু শেখ হাসিনার শাসনামলের কিছু বিতর্কিত কনটেন্ট তাদের আর্কাইভ থেকে সরিয়েছে এবং সহিংসতা উসকে দিতে পারে এমন মিডিয়া কনটেন্ট অপসারণে আইনানুগ পদক্ষেপ নিয়েছে ও তা অব্যাহত রাখবে।
বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে যে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।