facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ মার্চ সোমবার, ২০২৫

Walton

ভারতের কাছে ৪০০ কোটি ডলারের ড্রোন বিক্রিতে সম্মত ওয়াশিংটন


০৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার, ১১:২০  এএম

শেয়ার বিজনেস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ভারতের কাছে ৪০০ কোটি ডলারের ড্রোন বিক্রিতে সম্মত ওয়াশিংটন

ভারতের কাছে ৪০০ কোটি ডলারের সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। গত বছর ওয়াশিংটন সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার এ চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তির ভিত্তিতেই ৩১টি সশস্ত্র ড্রোন বিক্রির অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। খবর বিবিসি।

অবশ্য মাঝে এ চুক্তি স্থগিত হয়েছিল। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের এক শিখ নাগরিক হত্যার ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার খবর প্রকাশ হয়। এর জেরে অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি ওয়াশিংটন জানিয়েছে, চুক্তিটি অনুমোদনে কোনো বাধা নেই।

মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন জানিয়েছে, এ চুক্তি অনুযায়ী প্রস্তাবিত অস্ত্রের মধ্যে রয়েছে ৩১টি সশস্ত্র ড্রোন, ১৭০টি এজিএম-১১৪আর হেলফায়ার মিসাইল ও ৩১০টি লেজার বোমা। বিভিন্ন নজরদারি সরঞ্জাম ও গ্লাইড বোমা এ চুক্তির অন্তর্ভুক্ত।

গত বছর যুক্তরাষ্ট্র বলেছিল, খালিস্তানপন্থী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে নয়াদিল্লি অর্থপূর্ণ তদন্ত না করা পর্যন্ত ড্রোন সরবরাহ করবে না। ভারত ষড়যন্ত্রের দায় অস্বীকার করলেও ষড়যন্ত্রে জড়িত কর্মকর্তাকে অব্যাহতি দেয়। সম্প্রতি তদন্তের বিষয়ে ঐকমত্য হওয়ায় এ চুক্তি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন মার্কিন সিনেটের সদস্য বেন কার্ডিন। তিনি বলেন, ‘মার্কিন সরকার এ ঘটনার তদন্ত বিষয়টি আমলে নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে।’

গত মাসে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে ভারতকে সহায়তা করতে সম্মত হয়েছে ফরাসি ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান সাফরান। ভারতীয় কর্মকর্তারা জানান, জানুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দিল্লি সফরে প্রতিরক্ষা খাতে বেশকিছু সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এর একটি হলো যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে সহায়তা।

এছাড়া ভারতে প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে বেসামরিক হেলিকপ্টার। মাখোঁর ওই সফরে ফ্রান্সের এয়ারবাসের সঙ্গে এ বিষয়ে চুক্তিতে উপনীত হয়েছে দেশটির অন্যতম শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। অবশ্য টাটা ও এয়ারবাসের ব্যবসায়িক সখ্য এবারই প্রথম নয়, তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে সি-২৯৫ পরিবহন উড়োজাহাজ উৎপাদনে কাজ করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ