৩০ মার্চ ২০২৪ শনিবার, ১০:৫৪ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড সম্প্রতি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আসন্ন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড ‘ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ড’ পরিচালনা বিষয়ে সেবা দেবে।
২০ মার্চ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও মো. শহিদুল ইসলাম সিএফএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, সিনিয়র ম্যানেজার খান মুহাম্মদ ফয়সল সিএফএ এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ইনভেস্টমেন্টস বিপ্লব দাশ এফসিসিএ, ফাইন্যান্স অ্যান্ড ফান্ড অপারেশন্সের সিনিয়র ম্যানেজার রাশেদুল হাসান ইয়াসিন এফসসিএ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।