facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

ভিসা ছাড়া ভ্রমণে বাংলাদেশ ৮৯তম


১২ অক্টোবর ২০১৬ বুধবার, ০৭:৪০  পিএম

শেয়ার বিজনেস24.কম


ভিসা ছাড়া ভ্রমণে বাংলাদেশ ৮৯তম

পাসপোর্ট র‍্যাংকিংয়ের তালিকা অনুযায়ী, ভিসা ছাড়া ভ্রমণে ৮৯তম স্থানে রয়েছে বাংলাদেশ। ১৭ দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান বাংলাদেশের পাসপোর্টধারীরা। এছাড়া আরও ২০ দেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান তারা। সম্প্রতি বৈশ্বিক অর্থনৈতিক উপদেষ্টা ফার্মের অন্যতম প্রতিষ্ঠান অ্যার্টন ক্যাপিটালের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অ্যার্টন ক্যাপিটালের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ভিসা ছাড়া ভ্রমণে পাসপোর্ট র‍্যাংকিংয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে জার্মানি এবং সুইডেন; তাদের স্কোর ১৫৮। এ দুই দেশের পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়া বিশ্বের প্রায় ১৫৮টি দেশে ভ্রমণ করতে পারেন।

গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ দশে স্থান পেয়েছে ৩২টি দেশ। এর মধ্যে ইউরোপ মহাদেশের ২৪টি; এশিয়ার ৪টি এবং আমেরিকা ও ওশেনিয়ার দুটি করে দেশ রয়েছে।

পাসপোর্ট র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের ৫টি দেশ। ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দেশগুলো হলো- ফিনল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য।

এশিয়ার দেশগুলোর মধ্যে ভিসা ছাড়া ভ্রমণের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা দেশটির স্কোর ১৫৬। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা ১৫৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দক্ষিণ কোরিয়া ছাড়াও ডেনমার্ক, ইতালি, নেদ্যারল্যান্ডস, বেলজিয়াম ও নরওয়ে রয়েছে পাসপোর্ট র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৫৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের অনুমতি পান। ১৫৫ স্কোর নিয়ে পাসপোর্ট র‍্যাংকিংয়ে চতুর্থ স্থানে আছে দেশটি। যুক্তরাষ্ট্রের মতো ১৫৫ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান সিঙ্গাপুর, লুক্সেমবার্গ, অস্ট্রিয়া ও পর্তুগালের পাসপোর্টধারীরা। ১৫৪ পয়েন্ট নিয়ে পাসপোর্ট র‍্যাংকিংয়ের ৫ম স্থানে রয়েছে গ্রিস, আয়ারল্যান্ড ও জাপান।

ওশেনিয়ার মহাদেশের মধ্যে এ তালিকার শীর্ষ আছে আছে নিউজিল্যান্ড। ১৫৩ স্কোর নিয়ে দেশটি রয়েছে ৬ষ্ঠ স্থানে। একই স্থানে আরও আছে আমেরিকা মহাদেশের কানাডা। ১৫২ স্কোর নিয়ে পাসপোর্ট র‍্যাংকিংয়ের ৭ম স্থানে আছে চেক রিপাবলিক ও হাঙ্গেরি।

১৫১ স্কোর নিয়ে ৮ম স্থানে আছে মালয়েশিয়া, মাল্টা, আইসল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১৫০ স্কোর নিয়ে ৯ম স্থানে থাকা একমাত্র রাষ্ট্র পোল্যান্ড। ১৪৯ স্কোর নিয়ে যৌথভাবে পাসপোর্ট র‍্যাংকিংয়ের ১০ম স্থানে আছে স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া।

এশিয়া মহাদেশের অন্যান্য দেশের মধ্যে ৬২ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান ফিলিপাইনের পাসপোর্টধারীরা। তালিকায় এ দেশের অবস্থান ৬৪তম। ৪৭ স্কোর নিয়ে পাসপোর্ট র‍্যাংকিংয়ের ৭৭তম স্থানে আছে ভারত; ২৭ স্কোর নিয়ে ৯৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান। এশিয়ার দেশগুলোর মধ্যে এ তালিকায় সবার শেষে আছে আফগানিস্তান। মাত্র ২৪ দেশে ভিসা ছাড়া ভ্রমণের অনুমতি পান এ দেশের পাসপোর্টধারীরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

ভ্রমণ -এর সর্বশেষ