facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন


২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার, ০৪:৫৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

মানুষ মাত্রই ভুল। অমিতাভ বচ্চন মহাতারকা বলে কি তার ভুল হতে পারে না? তারও ভুল হয়। এবার এমনই এক ভুলের মুখোমুখি হলেন তিনি। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় চাইলেন ক্ষমা।
দিন কয়েক আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন সিনিয়র বচ্চন। তাতে বলেছিলেন ‘আমি আবর্জনা ফেলব না।’ এই কথাটি মারাঠি ভাষায় বলতে গিয়েই তিনি ভুল উচ্চারণ করে বসেন।

তাকে এই ভুল ধরিয়ে দেন বন্ধুবর সুদেশ ভোঁসলে। ভুল করেছেন তা জানতে পেরেই ক্ষমা চেয়ে নেন বলিউডের মেগাস্টার। সঠিক উচ্চারণ করে কথাটি বলেন তিনি। অমিতাভের এই বিনম্রতায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই কমেন্টবক্সে তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

একজন লিখেছেন, “এই জন্যই তো আপনি অমিতাভ বচ্চন।” কেউ কেউ আবার জানিয়েছেন, শেখার কোনো বয়স হয় না সে কথা বিগ বি আবারও প্রমাণ করলেন। অমিতাভ বচ্চনকে সবশেষ দেখা গেছে কাল্কি সিনেমায়। এতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটিতে আরও দেখা গেছে প্রভাস ও দীপিকাকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিনোদন -এর সর্বশেষ