facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

ভয়াবহ অনিয়ম! বিএসইসিতে দুদকের চমকপ্রদ অভিযান


০২ মার্চ ২০২৫ রবিবার, ১০:৩৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ভয়াবহ অনিয়ম! বিএসইসিতে দুদকের চমকপ্রদ অভিযান

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।

দুদকের এনফোর্সমেন্ট টিমের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! অভিযোগ রয়েছে, আইপিও অনুমোদনে বানোয়াট উপার্জন ও সম্পদ বিবরণী, উইন্ডো ড্রেসিং করা ব্যালেন্স শিটের ওপর ভিত্তি করে অনুমোদন দেওয়া হয়েছে। এমনকি, ডিএসইর সুপারিশ উপেক্ষা করে দুর্বল কোম্পানিগুলোকে শেয়ারবাজারে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, যা বাজারে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করেছে।

এছাড়া, প্রাইভেট প্লেসমেন্ট জালিয়াতি, অতিমূল্যায়িত শেয়ারের অনুমোদন, অল্প সময়ে শেয়ার বিক্রি করে বাজারে ধস নামানোসহ একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক। সংস্থাটি জানিয়েছে, এসব অনিয়মের কারণে বাজারে ঢুকেই বহু কোম্পানি `জেড` ক্যাটাগরিতে নেমে গেছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়েছে এবং পর্যালোচনা শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: