০৬ নভেম্বর ২০২৪ বুধবার, ১২:২৩ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
দুই খাতের প্রভাবে শেয়ারবাজারে উল্লম্ফন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শেয়ারবাজারে মূলধনী মুনাফার ওপর করের হার কমানো আর ডিভিডেন্ড বিতরণ-উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণে বিএসইসির নির্দেশের পর সোমবার উত্থানে ফিরে আসে শেয়ারবাজার। মঙ্গলবার (০৫ নভেম্বর) আরো উচ্চতায় উঠেছে শেয়ারবাজার। এদিন মূলত ব্যাংক এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। এতে করে এই দুই খাতের প্রভাবে শেয়ারবাজারে উল্লম্ফন হয়।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছর অস্থিরতা ছিল দেশের শেয়ারবাজারে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারত চলে গেলে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ক্ষমতায় বসেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। দেশের সংস্কারের অংশ হিসেবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় খন্দকার রাশেদ মাকসুদকে। মাকসুদ কমিশন শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরাতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শেয়ারবাজারে মূলধনী মুনাফার ওপর করের হার কমানো আর ডিভিডেন্ড বিতরণ-উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণে বিএসইসির নির্দেশের পর সোমবার ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এনবিআর আর বিএসইসির দুই সিদ্ধান্তের পর মঙ্গলবার শেয়ারবাজারে দুই খাতের প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আস্থা তৈরি হয়। যার কারণে ব্যাংক আর ওষুধ খাতের প্রভাবে উল্লম্ফন হয়।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১১২ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর টাকার পরিমাণে লেনদেন ৪২ কর্মদিবস পর ৮০০ কোটি টাকার বেশি হয়েছে। এদিন ডিএসইতে ব্যাংক খাতের ৩০টি বা ৮৩ শতাংশ আর ওষুধ খাতের ২৬টি বা ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১১২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই ৩০’ ৩০ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএসই এস’ সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
বাজার উত্থানে অর্ধেক সূচক ৭ কোম্পানির দখলে
মূলধনী মুনাফার ওপর করের হার কামানোর কারণে আগের দিনের মতো মঙ্গলবারও (৫ নভেম্বর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক শতাধিক পয়েন্ট বেড়েছে। মোট সূচকের অর্ধেক বেড়েছে ৭ কোম্পানির মাধ্যমে।
কোম্পান ৭টি হলো: ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, রেনেটা, বিকন ফার্মা, বেষ্ট হোল্ডিংস, আইএফআইসি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।
জানা গেছে, আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১২ পয়েন্ট বেড়েছে। এর মধ্যে ৭ কোম্পানির মাধ্যমে বেড়েছে ৫৭ পয়েন্ট। যা মোট সূচকের অর্ধেক।
ইসলামী ব্যাংক
আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৮ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। শেয়ার দর বৃদ্ধির কারণে সূচক উত্থানে কোম্পানিটি বড় ধরণের অবদান রেখেছে। এই কোম্পানিটির মাধ্যমে সূচক বেড়েছে ৩৪.৯৯ পয়েন্ট। যা মোট সূচকের ৩১ শতাংশ।
স্কয়ার ফার্মা
আগের দিন স্কয়ার ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২১৯ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২১ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ০.৯৬ শতাংশ বেড়েছে। শেয়ার দর বৃদ্ধির কারণে সূচক উত্থানে কোম্পানিটির অবদান রয়েছেছে। এই কোম্পানিটির মাধ্যমে সূচক বেড়েছে ৪.৯৩ পয়েন্ট।
রেনেটা
আগের দিন রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬১ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৮২ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ৭০ পয়সা বা ৩.১৩ শতাংশ বেড়েছে। শেয়ার দর বৃদ্ধির কারণে সূচক উত্থানে কোম্পানিটির অবদান রেখেছে। এই কোম্পানিটির মাধ্যমে সূচক বেড়েছে ৪.৭৫ পয়েন্ট।
এছাড়া বিকন ফার্মার ৩.৯৪ পয়েন্ট, বেস্ট হোল্ডিংসের ৩.১৭ পয়েন্ট, আইএফআইসির ৩.১৬ পয়েন্ট এবং ব্র্যাক ব্যাংকের সূচক ২.৭৪ পয়েন্ট বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এনবিআর আর বিএসইসির দুই সিদ্ধান্তে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। যে কারণে কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরা আগের চেয়ে কিছুটা চিন্তামূক্ত পরিবেশে বিনিয়োগ শুরু করেছে। বাজারের এই উত্থান প্রবণতা ধরে রাখতে সকলের একযোগো কাজ করতে হবে।
ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২১ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স, এমজেএল বিডি, বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ৫ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্সের ২ কোটি ৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ লাখ ৯৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এমজেএল বিডি।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ৮০ লাখ ১১ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। মঙ্গলবার কোম্পানিটির ৩৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার।
২১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিনডে বাংলাদেশ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, ওরিয়ন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৩০৪টির দর বেড়েছে। মঙ্গলবার সর্বোচ্চ দর বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।
আর ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি।
এছাড়া, মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯.৯৫ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৯.৯৫ শতাংশ, ইসলামী ব্যাংকের ৯.৯০ শতাংশ, ড্রাগণ সোয়েটারের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৮০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ এবং ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৫২ শতাংশ দর বেড়েছে।
দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৬৫টির দর কমেছে। মঙ্গলবার সবচেয়ে বেশি দর কমেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৮০ পয়সা বা ৫.১২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৪.৯৬ শতাংশ।
আর ৫০ পয়সা বা ৪.৩৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি।
এছাড়া, মঙ্গলবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৩.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৪৭ শতাংশ, পিপুলস লিজিংয়ের ৩.৩৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ২.৯৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ২.৯১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ২.৬৭ শতাংশ এবং রহিম টেক্সটাইল মিলস পিএলসির শেয়ার দর ৪.৬৪ শতাংশ কমেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।