১৮ মার্চ ২০২৩ শনিবার, ১২:২২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
আবার বেড়েছে স্বর্ণের দাম। ডলার দুর্বল হয়ে পড়ায় মধ্য নভেম্বরের পর গত শুক্রবার দামে সবচেয়ে বেশি সাপ্তাহিক বৃদ্ধি দেখা গেল ধাতুটির। বৈশ্বিক ব্যাংকিং সংকটে বিনিয়োগকারীরা এখন ধাতুটির দিকে ঝুঁকছেন। স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯২৮ ডলার হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩২ ডলার হয়েছে।
বুলিয়নের মার্কেটেও দাম এ সপ্তাহে বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। এ নিয়ে টানা তিন সপ্তাহ বাড়ল স্বর্ণের দাম। সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের পর এবারই প্রথম এর দাম এত বেশি বাড়তে দেখা গেল। ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর সবচেয়ে বড় ব্যাংকধস ছিল সেটি।
ব্যাংকিং সংকটই মূলত স্বর্ণের দাম বৃদ্ধির ক্ষেত্রে বেশি সমর্থন জুগিয়েছে, কারণ এতে সাধারণ বোধ তৈরি হয়েছে— বাজারের ঝুঁকি ও ঋণের চাপের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়ানোর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যাবে। এমন মন্তব্য করেন টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।