facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

মনজুরুর রহমান ফের পূবালী ব্যাংকের চেয়ারম্যান


০৭ জুন ২০২৩ বুধবার, ১০:৪৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মনজুরুর রহমান ফের পূবালী ব্যাংকের চেয়ারম্যান

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১৩৮৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংক, বীমা ও চা উৎপাদন ব্যবসায় সুদীর্ঘ ৫৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মনজুরুর রহমান রেমা টি কোম্পানির চেয়ারম্যান। তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন।

মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কুমিল্লার চিওড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং চা শিল্পের একজন সফল উদ্যোক্তা ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ