facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

"মহাকাশ মাত করলেন কেটি পেরি! ইতিহাস গড়লেন ছয় তারকা নারী"


১৪ এপ্রিল ২০২৫ সোমবার, ১০:৪২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মহাকাশ ভ্রমণে নতুন ইতিহাস গড়লেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ছয় নারী। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন-এর তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে তাঁরা ঘুরে এলেন মহাকাশের নিম্ন কক্ষপথ থেকে।

বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস থেকে যাত্রা শুরু করে মহাকাশযানটি। মহাকাশ অভিযানে কেটি পেরির সঙ্গে ছিলেন জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানচেজ, সাংবাদিক গেইল কিং, নাসার প্রকৌশলী আয়েশা বোয়ে, মানবাধিকারকর্মী আমান্ডা নুয়েন, এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন

নিউ শেপার্ড ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ৩ মিনিট মহাকাশে অবস্থান করে এবং সম্পূর্ণ যাত্রাটি ছিল মাত্র ১১ মিনিটের। এই মিশনকে বিশেষভাবে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ ১৯৬৩ সালে রুশ নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার পর এটিই প্রথম নারীদের-only মহাকাশযাত্রা

ব্লু অরিজিন জানিয়েছে, এই মিশন নারীদের স্টেম (STEM) পেশায় অনুপ্রাণিত করতেই পরিচালিত। কেটি পেরি বলেন, “এ অভিজ্ঞতা জীবনকে ভালোবাসার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করেছে।” তিনি এ যাত্রার ওপর ভিত্তি করে একটি গান লেখার কথাও জানান।

বিশেষ একটি মিল উল্লেখ করে কেটি বলেন, যানে যে ক্যাপসুলটি ব্যবহার করা হয়েছিল তার নাম ছিল "টরটয়েস"—যা তার মা–বাবার দেওয়া পুরোনো ডাকনামের একটি! এমন মিল পেয়ে তিনি আবেগাপ্লুত হন।

এই মহাকাশযাত্রায় কেটি পেরির সঙ্গে থাকা লরেন সানচেজ বলেন, “উচ্চতা থেকে পৃথিবীকে এতটা শান্ত ও সুন্দর লাগছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না।”

এভাবেই মহাকাশে নারীর শক্তি, স্বপ্ন আর সাহসিকতার নতুন দিগন্ত উন্মোচিত করলেন তারা। ব্লু অরিজিনের এই প্রচেষ্টা ভবিষ্যতের নারীদের জন্য নিঃসন্দেহে এক বিশাল অনুপ্রেরণা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

নারী ও নারী উদ্যোক্তা -এর সর্বশেষ