১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার, ০১:০৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা।
আজ ১৮ ডিসেম্বর তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন। মাইকেল চাকমা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর নেতা, অভিযোগের তদন্ত শুরুর বিষয়ে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
২০১৯ সালের ৯ এপ্রিল, সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গুম হন মাইকেল চাকমা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন তার সন্ধান চেয়ে সরকারের কাছে দাবি জানায়, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি সরকার।
দীর্ঘ ৫ বছর ৩ মাস পর ৭ আগস্ট মাইকেল চাকমা মুক্তি পান, যখন তাকে চট্টগ্রামে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।