০৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ১১:৫৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
মাঘ মাস বিদায় নেওয়ার আগেই শীত আবারও জানান দিচ্ছে তার অস্তিত্ব। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই প্রভাবেই রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী পাঁচ দিনে শুরুর দিকে রাত এবং দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যা ইঙ্গিত দিচ্ছে শীত ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে, এখনো কিছু এলাকায় শীতের আমেজ অব্যাহত থাকবে।
শীতের এই শেষ ভাগে তাপমাত্রার ওঠানামায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।