facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

মাঝ নদীতে লঞ্চ-কোস্টার জাহাজের সংঘর্ষ


০৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার, ১০:০৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মাঝ নদীতে লঞ্চ-কোস্টার জাহাজের সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর নামক স্থানে এম ভি সুন্দরবন-১৬ লঞ্চ ও কোস্টার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত এম ভি সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে আমরা একেবারেই কম গতিতে বরিশালের দিকে যাচ্ছিলাম। হঠাৎ এখলাসপুর নামক এলাকায় একটি কোস্টার জাহাজ এসে লঞ্চে সজোরে ধাক্কা দেয়। ফলে লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। যদিও এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহত হয়নি। একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বড় দুর্ঘটনা থেকে বাঁচতে সংঘর্ষের পরে এম ভি সুন্দরবন-১৬ লঞ্চ পাশের চড়ে উঠিয়ে দেওয়া হয়। পরে এম ভি সুন্দরবন-১৪ লঞ্চে যাত্রীদের বরিশাল পৌঁছে দেওয়া হয়।’

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। অন্য একটি লঞ্চ দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: