facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

মারুফ লিয়াকতের বই “ইন্টেরিয়র ডিজাইন” আসছে বইমেলায়


৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার, ১২:০৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মারুফ লিয়াকতের বই “ইন্টেরিয়র ডিজাইন” আসছে বইমেলায়

বর্তমান সময়ের সফল উদ্যোক্তাদের ভেতর অন্যতম একজন মারুফ লিয়াকত। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করেন অথচ মারুফ লিয়াকতকে চিনেন না এমন লোকের সংখ্যা হয়তো হাতেগোনা কয়েকজন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লেখা হয়েছে এই বইটি। বই সম্পর্কে জানতে গেলে তিনি জানান, "বইটিতে ইন্টেরিয়র ডিজাইন এর খুঁটিনাটি সব তুলে ধরা হয়েছে। আমি আশাবাদী বই থেকে ধারণা নিয়ে এ বিষয়ে আগ্রহীরা উপকৃত হতে পারবেন।"

এ বই পড়লে একজন পাঠক জানতে পারবেন কারা ইন্টেরিয়ার ডিজাইন করবেন না, ইন্টেরিয়ার ডিজাইন করতে হলে কি কি করতে হবে, কি কি ধরনের বোর্ড আছে, 2D/3D ডিজাইনের বিস্তারিত ইত্যাদি।

এ বইয়ের বিভিন্ন অধ্যায়গুলো নিচে দেয়া হল:

* কাদের জন্য ইন্টেরিয়র ডিজাইন নয়
* ইন্টেরিয়র করার জন্য একটি ইন্টেরিয়র ফার্ম এর নিকট কি কি থাকতে হবে
* ইন্টেরিয়র এর সরঞ্জাম গুলো কি কি
* জায়গা ভেদে কি ইন্টেরিয়র এর মূল্য/ কস্টিং পরিবর্তন হয়
* ইন্টেরিয়র এর পূর্বে কেনো কনসালটেন্সি অপরিহার্য
* ইন্টেরিয়র এর পূর্বে কেনো সাইট ভিসিট করতে হবে
* ইন্টেরিয়র এ 2D ও 3D বলতে কি বুঝায়
* কেনো 3D করা হয়
* ম্যাটেরিয়াল সিলেকশন কেনো জরুরি
* কালার এবং লাইটিং কিভাবে হ্যালুসিনেশন সৃষ্টি করতে পারে
* ইন্টেরিয়র এর ক্ষেত্রে কোন কাঠ কোথায় ব্যাবহার করা হয় এবং কেনো
* বোর্ড কত ধরনের হয় এবং কি কি? এগুলো চেনার উপায় কি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ