facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

মার্চজুড়ে ছুটির আমেজ! একটানা ৪০ দিনের বিরতিতে শিক্ষাপ্রতিষ্ঠান


০২ মার্চ ২০২৫ রবিবার, ০১:০৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মার্চজুড়ে ছুটির আমেজ! একটানা ৪০ দিনের বিরতিতে শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, এবং আজ (২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ বছরের মার্চ মাসের সঙ্গে হিজরি রমজান মাসের কিছুটা মিল রয়েছে, এবং এই মাসে ছুটির হিড়িক লেগেছে।

সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, ঈদুল ফিতরের মোট ৫ দিন ছুটির একটি অংশ মার্চ মাসেই পড়বে। এছাড়া মার্চ মাসে আরও কয়েকটি সরকারি ছুটি রয়েছে।

সরকারি এবং নির্বাহী আদেশে ছুটি: ২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ: শবেকদর ও জুমাতুল বিদা, ঈদুল ফিতর: ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১, ২ এপ্রিল (মোট ৫ দিন)

ঐচ্ছিক ছুটি: ৫ মার্চ: ভস্ম বুধবার (খ্রিস্টান পর্ব), ১৪ মার্চ: দোলযাত্রা (হিন্দু পর্ব), ২৭ মার্চ: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব

এছাড়া, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ধরে প্রজ্ঞাপনে ছুটির তালিকা করা হয়েছে, তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের আগে দুই দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট ৫ দিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ৪০ দিনের ছুটিতে যাচ্ছে। এছাড়া, আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেখানে ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে।


শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হয়েছে ২৭ ফেব্রুয়ারি।

এভাবে, মার্চ মাসে একটানা ৪০ দিন ছুটি থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বলেন, "রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে, যা সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী থাকবে।"

তবে, অভিভাবক ঐক্য ফোরাম দাবি করেছে যে ২০ রমজান পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু রাখা উচিত। সম্প্রতি সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খানের কাছে স্মারকলিপি দিয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ