facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

মাহমুদউল্লাহকে নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ!


২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ০২:১৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মাহমুদউল্লাহকে নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ!

রাওয়ালপিন্ডিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। ম্যাচের আগে বড় প্রশ্ন ছিল—একাদশে থাকবেন তো মাহমুদউল্লাহ?

সন্দেহ কাটিয়ে দিলেন মাহমুদউল্লাহ নিজেই। গতকাল রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি পুরোদমে ব্যাটিং অনুশীলন করেছেন। এটি শুধু সাধারণ অনুশীলন ছিল না, বরং তার ফিটনেস পরীক্ষাও ছিল। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ফলে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ দলে থাকছেন, এমনটাই নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।

তবে প্রশ্ন থেকে যাচ্ছে, মাহমুদউল্লাহ খেললে কাকে জায়গা ছাড়তে হবে? জাকের আলী আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছেন, রিশাদ হোসেনও অলরাউন্ড পারফরম্যান্সে দলে অপরিহার্য। তাহলে বাদ পড়বেন কে?

সম্ভাব্য একাদশ পরিবর্তন নিয়েও চলছে আলোচনা। সৌম্য সরকারকে ওপেনিং থেকে সরিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই ওপেনিংয়ে নামতে পারেন তানজিদ হাসানের সঙ্গে। মেহেদী হাসান মিরাজ তিন নম্বরে খেললে মিডল অর্ডারে জায়গা ফাঁকা হবে মাহমুদউল্লাহর জন্য। আবার কোনো বোলারের জায়গাও কাটছাঁট করা হতে পারে। ভারত ম্যাচের পর গুঞ্জন ছিল, যদি মাহমুদউল্লাহ ফেরেন, তবে মিডল অর্ডার থেকে বড় কোনো নাম বাদ পড়তে পারে।

এই সব প্রশ্নের উত্তর মিলবে একাদশ ঘোষণার পরই। তবে আপাতত টাইগার ভক্তদের জন্য সুখবর, মাহমুদউল্লাহ ফিরছেন এবং বাংলাদেশ তাকে নিয়েই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: