facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

মাহমুদউল্লাহ-ফাহিমের ‘কামব্যাক কার্নিভাল’


৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৬:৫৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


মাহমুদউল্লাহ-ফাহিমের ‘কামব্যাক কার্নিভাল’

গেট ভেঙে শুরু, ছক্কা ঝড়ে শেষ—এবারের বিপিএল যেন নাটকীয়তায় ভরপুর! মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের হাঙ্গামার মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট প্রথম দিনেই দেখল রোমাঞ্চের চূড়ান্ত। তারকা-ঠাসা ফরচুন বরিশাল জয় পেল দুর্বার রাজশাহীর দেওয়া ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে। কিন্তু সেই জয়কে স্মরণীয় করে তুলেছে মাহমুদউল্লাহ ও ফাহিম আশরাফের বিধ্বংসী জুটি।

শুরুতে বিপর্যয়, শেষে বিস্ময়!
বরিশাল ব্যাটিংয়ে নামার পর যেন ভেঙে পড়েছিল। মাত্র ৬১ রানে ৫ উইকেট নেই! প্রথম বলেই নাজমুল ফেরেন, তামিম-মুশফিকও পথ হারান। কিন্তু সেখান থেকে শুরু হয় মাহমুদউল্লাহ-ফাহিম জাদু। মাহমুদউল্লাহর ২৬ বলে অপরাজিত ৫৬ রানের সঙ্গে ফাহিমের ২১ বলে ৫৪ রানের তাণ্ডবে বরিশাল ম্যাচ শেষ করে ১১ বল হাতে রেখেই।

গ্যালারি কাঁপানো ছক্কা!
শেষ দিকে ফাহিমের ব্যাটিং যেন টর্নেডো! মৃত্যুঞ্জয়ের বলে গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি। রাজশাহীর লঙ্কান পেসার সামারাকুনের এক ওভারেই তুলেন ২৫ রান।

ইয়াসিরের ঝলক, কিন্তু আফসোস!
রাজশাহীর ইনিংসে ইয়াসির আলীর ৯৪ রানের অপরাজিত ইনিংস দারুণ শো ছিল। কিন্তু দলের পরাজয়ে তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্সও যেন ম্লান হয়ে গেল।

এভাবেই জমজমাট শুরুর ইঙ্গিত দিয়ে মাঠ মাতালো এবারের বিপিএল। বিপর্যয় পেরিয়ে দারুণ জয় এনে দিয়ে ফরচুন বরিশাল যেন জানিয়ে দিল, এই মৌসুমে তাদের থামানো সহজ হবে না!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ