১৪ মে ২০২৪ মঙ্গলবার, ১১:৫৭ এএম
নোয়াখালীর প্রতিনিধি
শেয়ার বিজনেস24.কম
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তিলাভ করেন। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।