facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ নভেম্বর শনিবার, ২০২৪

Walton

মেসিকে ছাড়া গোলশূন্য ড্র মিয়ামির


১৬ মে ২০২৪ বৃহস্পতিবার, ১০:১৩  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মেসিকে ছাড়া গোলশূন্য ড্র মিয়ামির

মেজর লিগ সকারে মন্ট্রিলের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি চোট পেলেও খেলেছিলেন পুরো সময়। শঙ্কা ছিল অরল্যান্ড সিটির বিপক্ষে মেসির না খেলার। সেটিই হলো। মেসিকে ছাড়া ইন্টার মিয়ামির আক্রমণ ভাগ তেমন কিছু করতে পারেনি। বাংলাদেশ সময় আজ সকালে মিয়ামি ও অরল্যান্ড সিটি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

টানা পাঁচ জয়ের পর আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডার ক্লাবটির জয়রথ থামলো। মৌসুমে মিয়ামির প্রথম গোলশূন্য ড্র এটি। অরল্যান্ডর বিপক্ষে গেল মার্চে নিজেদের ঘরের মাঠে মিয়ামি জিতেছিল ৫-০ গোলে। সেই ম্যাচে মেসি করেছিলেন জোড়া গোল।

আজ মেসির অভাবটা ভালোই টের পাওয়া গেছে মায়ামির আক্রমণভাগে। পুরো ম্যাচে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পারে জেরার্দো মার্টিনোর দল। উল্টো চিত্র ছিল অরল্যান্ডো সিটির ক্ষেত্রে। ম্যাচে বেশ কয়েকবার মিয়ামিকে রক্ষা করেন গোলকিপার ক্যালেন্ডার।

৩২তম মিনিটে অরল্যান্ডো সিটির আর্জেন্টাইন উইঙ্গার মার্টিন ওজেডার নেওয়া বা পায়ের জোরালো শট রুখে দেন ক্যালেন্ডার। এক মিনিট পরে ফরোয়ার্ড লুইস মুরিয়েলের আরেকটি শট ঠেকান তিনি। দ্বিতীয়ার্ধেও গোল করার কাছাকাছি ছিল অরল্যান্ডো সিটি। তবে দলকে রক্ষা করেন সেই ক্যালেন্ডারই। ৬৩ মিনিটে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজকে তুলে নেন মিয়ামি কোচ।

ড্র করলেও, এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মিয়ামি। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট। মিয়ামির চেয়ে এক পয়েন্ট কম (২৭) নিয়ে দুইয়ে সিনসিনাটি। এর আগে মন্ট্রিলের বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের ম্যাচে ৪০ মিনিটে ফাউলের শিকার হয়ে হাঁটুতে চোট পান মেসি। পরে চিকিৎসা নিয়ে এমএলএস এর নিয়মের কারণে দুই মিনিট পর মাঠে ফেরেন। ম্যাচটিতে মেসি গোল না পেলেও নিজের উপস্থিতির ভালোই জানান দিয়েছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: