
সৌদি প্রো লিগের ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সমালোচনার মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার আল শাবাবের বিপক্ষে এমন ঘটনার জন্ম দেন এই পর্তুগিজ তারকা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। তার দল আল নাসের জয় পায় ৩-২ ব্যবধানে।
এই গোল করার মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। কিন্তু বিপত্তি বাঁধিয়ে বসেন ম্যাচ শেষ হতেই। রেফারির শেষ বাজি বাজলে গ্যালারিতে শাবাবের সমর্থকরা ‘মেসি মেসি’ স্লোগান দেয়। তাতেই মেজাজ হারিয়ে বসেন রোনালদো।
এমন অঙ্গভঙ্গির জন্য রোনালদোর শাস্তি দাবি করছেন অনেকেই। সৌদি লেখক এবং টেলিভিশন হোস্ট ওয়ালিদ আল ফারাজ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘শৃঙ্খলা কমিটি সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। আমরা অপেক্ষা করব এবং দেখব তারা কি সিদ্ধান্তে পৌঁছায়। আপনি যতই বিখ্যাত হোন না কেন সবকিছুরই সীমা থাকে।’
এর আগেও বাজে অঙ্গভঙ্গির জন্য সমালোচনার মুখে পড়েন রোনালদো। তবে মাঠের ফুটবলে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন তিনি। চলতি লিগে ২২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে পর্তুগিজ তারকা।
শেয়ার বিজনেস24.কম