facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

মেসি–সুয়ারেজদের ছাড়াই কানাডায় মিয়ামির জয়


২৬ মে ২০২৪ রবিবার, ০৪:৩৯  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


মেসি–সুয়ারেজদের ছাড়াই কানাডায় মিয়ামির জয়

লিওনেল মেসির খেলা দেখতেই কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও ইন্টার মিয়ামি ম্যাচের টিকিট বিক্রি হয়েছিল দেদার। এমনকি দাম বাড়ানোর পরও কমেনি টিকিট বিক্রির গতি। সব মিলিয়ে এই ম্যাচ দেখতে টিকিট কিনেছিল প্রায় ৫৪ হাজার দর্শক। কিন্তু ম্যাচের আগেই দর্শকদের মেসিকে দেখার সব আশায় পানি ঢেলে দেয় মিয়ামি। লম্বা ভ্রমণের ধকল এড়াতে মেসিকে ভ্যাঙ্কুভারের বিপক্ষে ম্যাচে দেওয়া হয় বিশ্রাম।

মেসিই শুধু নন, এই সফরে নেওয়া হয়নি লুইস সুয়ারজে ও সের্হিও বুসকেতসকেও। মেসিসহ শীর্ষ তারকাদের কাছ থেকে না দেখার হতাশা থাকলেও বিসি প্যালেস স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক উপস্থিতি মোটেই কম ছিল না। যদিও শেষ পর্যন্ত খর্বশক্তি মিয়ামির বিপক্ষে নিজ দলের জয় দেখে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিক দর্শকেরা। দলের তিন সেরা তারকাকে ছাড়াই ভ্যাঙ্কুভারের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি।

এ ম্যাচে মিয়ামি জিতেছে ২-১ গোলের ব্যবধানে। মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন রবার্ট টেলর। পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো কাম্পানা। পেনাল্টিতে রায়ান গাল্ড ভ্যাঙ্কুভারের হয়ে এক গোল শোধ করলেও তাতে ঠেকানো যায়নি মিয়ামির জয়।

ম্যাচে অবশ্য আক্রমণ ও বল দখলে ভ্যাঙ্কুভারই এগিয়ে ছিল। ৫২ শতাংশ বলের দখল রেখে ১৬টি শট নেয় তারা, যদিও লক্ষ্যে রাখতে পারে মাত্র ২টি শট। বিপরীতে মিয়ামি ৯ শটের ছয়টিই লক্ষ্যে রাখে এবং সুযোগও কাজে লাগায়। প্রথমার্ধের ৩৮ মিনিটে জর্দি আলবার ডিফেন্স–ছেঁড়া পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে মিয়ামিকে এগিয়ে দেন টেলর। ৫৪ মিনিটে মিয়ামির দ্বিতীয় গোলটি ছিল দলীয় এক আক্রমণের ফসল। এবার টেলরের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন কাম্পানা।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল মিয়ামি। ১৬ ম্যাচ শেষে ১০ জয়, ৪ ড্র এবং ২ হারে মিয়ামির পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩৩। মিয়ামি নিজেদের পরের দুটি ম্যাচ খেলবে ঘরের মাঠে। ৩০ মে মিয়ামির প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেড। আর ২ জুন তারা আতিথ্য দেবে সেন্ট লুইসকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ