facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

মেহজাবীনের পাশে আছে আওয়ামী লীগ


০৩ নভেম্বর ২০২৪ রবিবার, ০১:৩৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


মেহজাবীনের পাশে আছে আওয়ামী লীগ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে গেল শনিবার ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে স্থানীয় ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে তিনি ওই শো-রুমটি উদ্বোধন করতে পারেননি। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মেহজাবীনকে মারধর করা হয়েছে বলে গুজবও ছড়িয়ে পড়ে নেটদুনিয়া! ভাইরাল হয় অভিনেত্রীর মাথায় বেন্ডেজ করা একটি ছবিও। আর ছবিটি দেখে অনেকেই বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলেন! যদিও পরক্ষণে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি মেহজাবীনের একটি নাটকের। যা নায়িকা নিজেই শেয়ার করেছিলেন মাসখানেক আগে।

এদিকে, মেহজাবীনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। আজ রোববার দলটির ফেসবুক পোস্টে অভিনেত্রীর প্রসঙ্গে তারা লিখেছেন, ‘অথচ তারা সেদিন নাকি স্বাধীন হয়েছিলেন। আগে পরাধীন ছিলেন কেন, সেটার কথা বলেননি কাউকেই। জনগণ মুচকি হাসছে! আমরা দুঃখ প্রকাশ করছি।’

মন্তব্যের ঘরে দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা মেহজাবীন চৌধুরীর পাশে আছি। সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক। সুদিন ফিরে আসুক, মানুষ মুক্তি পাক।’ অন্যদিকে, গতকাল রাতেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্ট করেন মেহজাবীন। জানান, তিনি সুস্থ আছেন। আর গতকলই ঢাকায় ফিরেছেন।

অভিনেত্রীর কথায়, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’ এরপর তিনি বলেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।’

সবশেষে মেহজাবীন লিখেছেন, ‘তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিই।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: